Sat, 21/01/2012 - 12:31pm | by Justice.Habibur...
আজ আমাদের এক বড় দিন। আমাদের দেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে এবং
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে বাংলা ভাষার ৩৩ জন পণ্ডিত
আমাদের জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে আমাদের করেছেন ‘সম্মানিত ও
সহায়বান’।
শেষোক্ত শব্দ দুটি রবীন্দ্রনাথ বড় আশা করে ১৩০৮ সালে উচ্চারণ করেছিলেন।
বাঙালির দ্বৈধ ও দ্বিমত প্রবণতা সত্ত্বেও যে ব্যাকরণসমবায় রচিত ও
প্রকাশিত হলো তাতে আমরা গর্বিত ও পুলকিত।
লাতিন ভাষার রবরবা সম্পর্কে বলতে গিয়ে Charlton Laird তাঁর The Meaning of Language (১৯৫৩) গ্রন্থে বলেন, ‘বেশ স্বাভাবিকভাবেই পণ্ডিতেরা ধরে নেন যে লাতিন ব্যাকরণ শুধু লাতিন ব্যাকরণই নয়, এ স্বয়ং ব্যাকরণ। তাঁরা এর থেকে ঋণ করেন এবং তার বেশ সদ্ব্যবহার করেন।’ এমন ধারণা ভারতবর্ষে সংস্কৃত ভাষা সম্পর্কে বিদ্যমান ছিল। হরপ্রসাদ শাস্ত্রী সেই বেলুনে প্রথম খোঁচা দিয়ে বলেন, ‘সংস্কৃত হলো বাংলার অতি-অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ প্রমাতামহী।’ রবীন্দ্রনাথ তাঁর ‘ভাষার ইঙ্গিত’ প্রবন্ধে বলেন, ‘সংস্কৃত ভাষার যোগ ব্যতীত বাংলার ভদ্রতা রক্ষা হয় না এবং বাংলা তাহার অনেক শোভা ও সফলতা হইতে বঞ্চিত হয়, কিন্তু তবু সংস্কৃত বাংলার অঙ্গ নহে, তাহা তাহার আবরণ, তাহাতে লজ্জা রক্ষা, তাহার দৈন্য গোপন, তাহার বিশেষ বিশেষ প্রয়োজন সাধনের উপায়।’
লাতিন ভাষার রবরবা সম্পর্কে বলতে গিয়ে Charlton Laird তাঁর The Meaning of Language (১৯৫৩) গ্রন্থে বলেন, ‘বেশ স্বাভাবিকভাবেই পণ্ডিতেরা ধরে নেন যে লাতিন ব্যাকরণ শুধু লাতিন ব্যাকরণই নয়, এ স্বয়ং ব্যাকরণ। তাঁরা এর থেকে ঋণ করেন এবং তার বেশ সদ্ব্যবহার করেন।’ এমন ধারণা ভারতবর্ষে সংস্কৃত ভাষা সম্পর্কে বিদ্যমান ছিল। হরপ্রসাদ শাস্ত্রী সেই বেলুনে প্রথম খোঁচা দিয়ে বলেন, ‘সংস্কৃত হলো বাংলার অতি-অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ প্রমাতামহী।’ রবীন্দ্রনাথ তাঁর ‘ভাষার ইঙ্গিত’ প্রবন্ধে বলেন, ‘সংস্কৃত ভাষার যোগ ব্যতীত বাংলার ভদ্রতা রক্ষা হয় না এবং বাংলা তাহার অনেক শোভা ও সফলতা হইতে বঞ্চিত হয়, কিন্তু তবু সংস্কৃত বাংলার অঙ্গ নহে, তাহা তাহার আবরণ, তাহাতে লজ্জা রক্ষা, তাহার দৈন্য গোপন, তাহার বিশেষ বিশেষ প্রয়োজন সাধনের উপায়।’
১৩০৮ সালে বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তার কথা বলতে ‘বাংলা ব্যাকরণ’
প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেন, ‘বস্তুত প্রত্যেক ভাষার নিজের একটা ছাঁচ আছে,
...... ভাষার সেই প্রকৃতিগত ছাঁচটা বাহির করাই ব্যাকরণের কাজ। সংস্কৃত ও
অন্য ভাষার আমদানিকে কী ছাঁচে ঢালিয়া আপনার করিয়া লয়, তাহাই নির্ণয়
করিবার জন্য বাংলা ব্যাকরণ।’
উপরোল্লিখিত গ্রন্থ The Meaning of Language-এ Charlton Laird বলেন,
‘ব্যাকরণ একপ্রস্থ নিয়ম-বিধি নয়, এ এমন এক জিনিস যা ভাষার মধ্যেই নিহিত
রয়েছে এবং এ ছাড়া ভাষার অস্তিত্ব নেই। এ আবিষ্কার করা যায়, কিন্তু
উদ্ভাবন করা যায় না।’
আমাদের ভাষার অভিধান-ব্যাকরণের আবিষ্কার বিদেশিদের হাতে। প্রকাশিত
গ্রন্থটি যাঁদের নামে উর্যাসর্গ করা হয়েছে তাঁরা মানুয়েল দা আসসুম্পসাঁও
থেকে ব্রাদার জেমস পর্যন্ত ১৩ জন। আমি ই এস বিকোভার রুশ ভাষায় রচিত এবং
হানা রুথ টমসনের ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ চোখে দেখিনি।
ভাগ্যবান পাঠকগণ যাঁদের ওই গ্রন্থদ্বয়ের সঙ্গে পরিচয় রয়েছে তাঁরা আমাদের
ব্যাকরণটির তুলনামূলক আলোচনা করার সুযোগ পাবেন।
ভাষাতত্ত্ব ও ব্যাকরণ একই সীমানাবিশিষ্ট (Coterminous) নয়। দুই
শাস্ত্রের মধ্যে চলাচল থাকলেও তাদের চৌহদ্দি হুবহু এক নয়। বিশেষ করে একটি
বিশেষ ভাষার ব্যাকরণ তো নয়ই। এ জন্য আমার মনে হয় ভাষাতত্ত্বের ওপর কিছু
আলোচনা বিশেষ করে ব্যাকরণের দ্বিতীয় ভাগের ক্ষেত্রে আমার কাছে প্রক্ষিপ্ত
মনে হয়েছে। এই ব্যাকরণটি দুই খণ্ডে না হয়ে এক খণ্ডে সম্পন্ন হলে অনেক
ব্যবহার-সহায়ক হতো। আমার অবস্থা এখন সেই নরসুন্দরের মতো, যিনি নরুণ দিয়ে
ফোঁড়া কাটতে পারতেন। তিনি শৈল্য চিকির্যাসাবিদ্যা অধ্যয়নের পর ফোঁড়া
দেখলে থরহরি কম্পমান হন। আমাদের জন্য একজন রাজশেখর বসু এবং একটা চলন্তিকা
ব্যাকরণ একান্ত প্রয়োজন। ‘বাংলা ব্যাকরণ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেন,
‘অভিধান-ব্যাকরণ অর্থের লোহার সিন্দুক— তাহারা অর্থ দিতে পারে না, বহন
করিতে পারে। চাবি লাগাইয়া সেই অর্থ লইতে হয়।’ আর আমি বলি, সেই চাবি পেতে
আমাদের বাংলা ভাষার রেওয়াজ করতে হবে।
ভাষাতত্ত্বের আদলে ব্যাকরণের যেসব দুরূহ পারিভাষিক ব্যবহার করা হয়েছে
তার পক্ষে রবীন্দ্রনাথকে আমি সাক্ষ্য মানি। কবি তাঁর বিশ্বপরিচয় গ্রন্থে
বলেন, ‘পারিভাষিক চর্ব্য জগতের জিনিস, দাঁত ওঠার পথে যেটা পথ্য।’ এ কথা বলা
হলেও তিনি বলেন, ‘ভোজনের যেমন আনন্দ আছে তেমনি তার মূল্যও আছে, ছেলেবেলা
থেকে মূল্য ফাঁকি দেওয়া অভ্যাস হতে থাকলে যথার্থ আনন্দের অধিকারকে ফাঁকি
দেওয়া হয়। চিবিয়ে খাওয়াতেই একদিকে দাঁত শক্ত হয় আর একদিকে খাওয়ার
পুরো স্বাদ পাওয়া যায়।’ পারিভাষিক নির্মিত শব্দগুলো বাংলা বলে পরিচয়
নিবিড় হতে আমাদের তেমন সময় লাগার কথা নয়। এ ব্যাকরণ পড়তে আমার যত কষ্টই
হোক না কেন, আমার কোনো রকম বিরক্তিসূচক কোনো দন্ত্যসশীর্যাকার ধ্বনি
উচ্চারণ করার অধিকার নেই। আমি সজোরে একটা ওষ্ঠ্যশীর্যাকার ধ্বনি উচ্চারণ
করে একে চুম্বন করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের জয় হোক।
আপনি জরুরী আর্থিক সাহায্য প্রয়োজন? আপনি একটি জরুরী ঋণ খুঁজছেন? Landonjackloanlender@gmail.com মাধ্যমে আমাদের ইমেইল বা ফেসবুক https://www.facebook.com/profile.php?id=100009514510075 মাধ্যমে আমাদের যোগ
হ্যালো
আপনি আপনার পছন্দমত একটি আরামদায়ক ঋণ প্রয়োজন?
আমরা স্থানীয় জন্য উপলব্ধ সাশ্রয়ী ঋণ @ 3% সুদের হার প্রস্তাব
এবং আন্তর্জাতিক ঋণ গ্রহীতাদের.
আমরা, বিশ্বস্ত নির্ভরযোগ্য দ্রুত, কার্যকরী, এবং গতিশীল প্রত্যয়িত হয়
এবং আমরা আমাদের গ্রাহকদের সাথে সহযোগিতা.
আমরা দুই পঞ্চাশ বছর সর্বোচ্চ থেকে দীর্ঘমেয়াদী ঋণ খুঁজে দিন আমাদের সঙ্গে যোগাযোগ করুন
প্রথম (Adamfred23@GMAIL.COM বা Adamfred2@outlook.com)
ঋণ আবেদন ফরম
নাম: ................................
লিঙ্গ: .........................
বৈবাহিক অবস্থা: ...........................
যোগাযোগের ঠিকানা: ................................
শহর / পিন: .................
দেশ: .................
বয়স: ............
প্রয়োজনীয় ঋণের পরিমাণ: ..............
ঋণ স্থিতিকাল: ...............
মাসিক আয়: .............
বৃত্তি: ............
ঋণ উদ্দেশ্য: ...........
বৈধ ফোন নম্বর: .............
ফ্যাক্স: ................
এই ফর্মটি পূরণ করুন এবং ফিরে এটা ফরোয়ার্ড
Adamfred23@gmail.COM
Adamfred2@outlook.com
হ্যালো স্যার / ম্যাডাম,
নতুন ঋণ বিজ্ঞপ্তি!
আপনি, বৈধ দ্রুত এবং নির্ভরযোগ্য ঋণ চাইছেন? ফ্রি সমান্তরাল ঋণ / অ সমান্তরাল ঋণ, আমরা অধস্তন ঋণ শ্রেষ্ঠ আপনার জন্য ডিজাইন করা পূর্ণ ঋণ থেকে ক্ষণিকের বিভিন্ন ধরনের ঋণ পরিষেবার অফার দিই. ঋণের একটি 3% সুদের হারে দেওয়া হয়. আমরা বন্ধকী, কোম্পানি, ব্যবসা, ব্যক্তিগত, হাউজিং, জমি অধিগ্রহণ এবং আরো অনেক ঋণ প্রস্তাব. কোন সামাজিক নিরাপত্তা সংখ্যা প্রয়োজন বোধ করা হয় এবং কোন ক্রেডিট চেক প্রয়োজন জাতি / বিশ্বের 100% গ্যারান্টি. আমাদের মর্যাদা সম্মান করতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করার সময়, আমরা আপনার বিজ্ঞপ্তি যে আমরা আন্তরিক এবং গুরুতর সংস্কারমুক্ত গ্রাহকদের ঋণ / ঋণ সহায়তায় আর্থিকভাবে উদ্বর্তিত করা প্রয়োজন যে ঋণ অনুদান আনতে করতে ভুলবেন না হবে. মারফত আমাদের সঙ্গে যোগাযোগ এখন (azerbijankreditcompany@gmail.com)
হ্যালো স্যার / ম্যাডাম,
নতুন ঋণ বিজ্ঞপ্তি!
আপনি, বৈধ দ্রুত এবং নির্ভরযোগ্য ঋণ চাইছেন? ফ্রি সমান্তরাল ঋণ / অ সমান্তরাল ঋণ, আমরা অধস্তন ঋণ শ্রেষ্ঠ আপনার জন্য ডিজাইন করা পূর্ণ ঋণ থেকে ক্ষণিকের বিভিন্ন ধরনের ঋণ পরিষেবার অফার দিই. ঋণের একটি 3% সুদের হারে দেওয়া হয়. আমরা বন্ধকী, কোম্পানি, ব্যবসা, ব্যক্তিগত, হাউজিং, জমি অধিগ্রহণ এবং আরো অনেক ঋণ প্রস্তাব. কোন সামাজিক নিরাপত্তা সংখ্যা প্রয়োজন বোধ করা হয় এবং কোন ক্রেডিট চেক প্রয়োজন জাতি / বিশ্বের 100% গ্যারান্টি. আমাদের মর্যাদা সম্মান করতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করার সময়, আমরা আপনার বিজ্ঞপ্তি যে আমরা আন্তরিক এবং গুরুতর সংস্কারমুক্ত গ্রাহকদের ঋণ / ঋণ সহায়তায় আর্থিকভাবে উদ্বর্তিত করা প্রয়োজন যে ঋণ অনুদান আনতে করতে ভুলবেন না হবে. মারফত আমাদের সঙ্গে যোগাযোগ এখন (azerbijankreditcompany@gmail.com)
হ্যালো স্যার / ম্যাডাম,
নতুন ঋণ বিজ্ঞপ্তি!
আপনি, বৈধ দ্রুত এবং নির্ভরযোগ্য ঋণ চাইছেন? ফ্রি সমান্তরাল ঋণ / অ সমান্তরাল ঋণ, আমরা অধস্তন ঋণ শ্রেষ্ঠ আপনার জন্য ডিজাইন করা পূর্ণ ঋণ থেকে ক্ষণিকের বিভিন্ন ধরনের ঋণ পরিষেবার অফার দিই. ঋণের একটি 3% সুদের হারে দেওয়া হয়. আমরা বন্ধকী, কোম্পানি, ব্যবসা, ব্যক্তিগত, হাউজিং, জমি অধিগ্রহণ এবং আরো অনেক ঋণ প্রস্তাব. কোন সামাজিক নিরাপত্তা সংখ্যা প্রয়োজন বোধ করা হয় এবং কোন ক্রেডিট চেক প্রয়োজন জাতি / বিশ্বের 100% গ্যারান্টি. আমাদের মর্যাদা সম্মান করতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করার সময়, আমরা আপনার বিজ্ঞপ্তি যে আমরা আন্তরিক এবং গুরুতর সংস্কারমুক্ত গ্রাহকদের ঋণ / ঋণ সহায়তায় আর্থিকভাবে উদ্বর্তিত করা প্রয়োজন যে ঋণ অনুদান আনতে করতে ভুলবেন না হবে. মারফত আমাদের সঙ্গে যোগাযোগ এখন (azerbijankreditcompany@gmail.com)
নামা সায়া জুরাজানি বুড়ি দাড়ি সুবঙ্গ জয়া মালয়েশিয়া। সায়গিন ম্যাংগুনকেন মিডিয়া ইনটিউইং মিংিংটক সেয়াস পেনসিরি সংগ্রাহী-হটি কর্ণ এ্যাড স্ক্যামারস এবং করুং দে মন-মানা। তিনি বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা এবং অর্থদণ্ডের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বলে তিনি জানান। সায়েম হামিদ কহিলানগান হার্পন স্যাম্পাই সেওরাং থানসা। আজকে কিশোরগঞ্জের কহিলাঙান হার্পন স্যাম্পাই সোরং থানসা। সাখা সংঙ্গা টেকজুম ক্যাটাকি বলেন, ব্যাংকিং খাত থেকে টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড। ইউনূস ও তার সহকারী অধ্যাপক ড। কেরালা রিচার্টের কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কহিলেন সুতরাং, Jika Anda membutuhkan, silakan যোগাযোগ {aasimahaadilaahmed.loanfirm@gmail.com} Anda এছাড়াও Dapat menghubungi Saya দ্বি emai Saya {jurjanibude0811@gmail.com} Tidak Ada biaya ইয়াং diperlukan Harapan Saya ড্যান sukacita dipulihkan
আন্দারা শেটিয়া জুজানি বুডি
বারলাকু ডি {আশিমহাডিলাহেড.লোানফার্ম@ জিএমএলএলএম}}
পারমিটান..বিবিএম পিন # (ডি 8 ডি 4 ইএএ 9)
kontak
ই-মেইল: (আসিফাহাডিল্যাহামড.লিএনফার্ম@ জিএমএলএমএল)
PIN BBM # (D8DA4EA9) আইকুটি কামি ডি ইনস্টাগ্রাম @
Aasimahaadilaahmed.loanfirm
kericau; aasimhaloanfirm
aasimahaadilaahmedloanfirm.wordpress.com
নামা সায়া জুরাজানি বুড়ি দাড়ি সুবঙ্গ জয়া মালয়েশিয়া। সায়গিন ম্যাংগুনকেন মিডিয়া ইনটিউইং মিংিংটক সেয়াস পেনসিরি সংগ্রাহী-হটি কর্ণ এ্যাড স্ক্যামারস এবং করুং দে মন-মানা। তিনি বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা এবং অর্থদণ্ডের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বলে তিনি জানান। সায়েম হামিদ কহিলানগান হার্পন স্যাম্পাই সেওরাং থানসা। আজকে কিশোরগঞ্জের কহিলাঙান হার্পন স্যাম্পাই সোরং থানসা। সাখা সংঙ্গা টেকজুম ক্যাটাকি বলেন, ব্যাংকিং খাত থেকে টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড। ইউনূস ও তার সহকারী অধ্যাপক ড। কেরালা রিচার্টের কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কহিলেন সুতরাং, Jika Anda membutuhkan, silakan যোগাযোগ {aasimahaadilaahmed.loanfirm@gmail.com} Anda এছাড়াও Dapat menghubungi Saya দ্বি emai Saya {jurjanibude0811@gmail.com} Tidak Ada biaya ইয়াং diperlukan Harapan Saya ড্যান sukacita dipulihkan
আন্দারা শেটিয়া জুজানি বুডি
বারলাকু ডি {আশিমহাডিলাহেড.লোানফার্ম@ জিএমএলএলএম}}
পারমিটান..বিবিএম পিন # (ডি 8 ডি 4 ইএএ 9)
kontak
ই-মেইল: (আসিফাহাডিল্যাহামড.লিএনফার্ম@ জিএমএলএমএল)
PIN BBM # (D8DA4EA9) আইকুটি কামি ডি ইনস্টাগ্রাম @
Aasimahaadilaahmed.loanfirm
kericau; aasimhaloanfirm
aasimahaadilaahmedloanfirm.wordpress.com
আমি একটি সরকারি অনুমোদিত এবং প্রত্যয়িত ক্রেডিট কোম্পানি থেকে ডেভিস জনসন একটি ঋণদাতা am। আপনি একটি ব্যক্তিগত বা ব্যবসায়িক ঋণ প্রয়োজন, আপনি গুদাম মধ্যে হয় এবং একীকরণ অর্থায়ন প্রয়োজন? আমরা আপনাকে 2% খুব কম হারে একটি ক্রেডিট প্রদান করি। আপনি একটি ঋণ খুঁজছেন ক্লান্ত, আপনি আর চিন্তা করবেন না কারণ আমরা সম্পূর্ণরূপে এখানে এবং আপনার আর্থিক সমস্যা থেকে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত .. আপনি scammed হয়েছে, কেন নীরবতা মরে? সাইন ইন করুন এবং আপনার ক্রেডিট গ্রহন করুন। প্রস্তাবটি শেষ হয়ে গেলে আপ টু ডেট থাকুন। আগ্রহী ব্যক্তিদের ইমেল দ্বারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে (davidjohnsonloanfirm1@gmail.com)
এখন 48 ঘণ্টার মধ্যে আপনার ঋণ পান
শুভ দিন
আপনি একটি উদ্যোক্তা হতে চান, একটি প্রকল্প শুরু বা একটি অ্যাপার্টমেন্ট কিনতে বা আপনি কোন আর্থিক অসুবিধা হয়, আপনার সাহায্য এখন আসে, আপনি একটি ঋণ পেতে চেষ্টা ঘুম হারানো আছে, আপনার স্বপ্ন মারা যায় না, শ্রীযুক্ত ফ্রেড ল্যারী যোগাযোগ, একটি দ্রুত এবং নির্ভরযোগ্য ঋণ জন্য।
আমরা নীচের এই ধরনের ঋণ প্রদান:
1 কোম্পানি ঋণ
2. ব্যবসা ঋণ
3. অ্যাপার্টমেন্ট ঋণ
4. অটো ঋণ
5. গাড়ী ঋণ ইত্যাদি
আমরা গুরুতর এবং সৎ গ্রাহকদের জন্য ঋণ প্রদান করি যারা আমাদের সাথে 3% সুদের হার সহ 100,000.00 ইউরো থেকে 500,000,000,000.00 তে সহযোগিতা করতে প্রস্তুত।
দ্রুত আমাদের ইমেইল (fredlarryloanfirm@gmail.com) অথবা (fredlarryloanfirm@hotmail.com) মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন
কিশপে সংখ্যা: +2347061892843
স্কাইপ: ফিডল্যারি 1২
সাইন ইন
ম্যানেজার
শ্রীযুক্ত ফ্রেড ল্যারি
প্রিয় ঋণ খুঁজছি
আপনি কোন আর্থিক সমস্যা? আপনি নিজের ব্যবসা শুরু করতে চান? এই ঋণ কোম্পানীটি বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলি প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলে দরিদ্র এবং জীবনের আর্থিক সমস্যাগুলি নিয়ে মানুষকে সাহায্য করার একমাত্র উদ্দেশ্য ছিল। যদি আপনি একটি ঋণের জন্য আবেদন করতে চান, ইমেলের বিস্তারিত বিবরণ দিয়ে আমাদের কাছে ফিরে যান: elenanino0007@gmail.com
নাম:
ঋণের পরিমাণ প্রয়োজন:
ঋণের মেয়াদ:
মোবাইল নম্বর:
আপনাকে ধন্যবাদ এবং ঈশ্বরের মহিমা কীর্তন করা
আত্মবিশ্বাস
এলেনা
hhhuihihuihi
Saya Harum Ahmadzulkifli dari Filipina dan tinggal di George Town Penang, Malaysia. Saya ingin menyaksikan pekerjaan baik Tuhan dalam hidup saya untuk orang-orang yang mencari pinjaman di Asia, terutama Malaysia dan Filipina dan bagian lain dunia, karena ekonomi buruk di beberapa negara.
Saya telah menjadi mangsa penipuan kredit, saya kehilangan banyak uang karena saya sedang mencari pinjaman dari perusahaan mereka. Saya hampir mengedit dalam proses karena saya ditangkap oleh orang-orang dari hutang saya sendiri, sebelum saya dibebaskan dari penjara.
Seorang teman saya menjelaskan situasi saya dan kemudian memberi tahu saya tentang kesaksian yang mereka lihat di media sosial dari Zulaikha Yugesh dari email zulaikhayugesh@gmail.com dan memperkenalkan saya pada pinjaman yang dapat dipercaya oleh pemasok, Bunda RIKA ANDERSON LOAN COMPANY. Saya juga memverifikasi dari penguji lain email Ayu Amangku ayuamangku@gmail.com, dan Bunda Margaretha Asmara dari Ambon di Indonesia email margarethaasmaran@gmail.com dan whatsapp +6282340185186.
Saya mendapat pinjaman RM250.000 mata uang Malaysia dari Rika Anderson Loan Corporation dengan mudah dalam 24 jam yang saya gunakan, sekarang saya telah memutuskan untuk membagikan pekerjaan baik ibu Rika dalam keluarga saya. Jika Anda membutuhkan pemberi pinjaman gen.
silakan hubungi Perusahaan Pinjaman Rika Anderson melalui
Situs web: rikaandersonloancompany.webs.com
e-mail: rikaandersonloancompany@gmail.com
WhatsApp: +19147057484
Anda juga dapat menghubungi saya untuk informasi apa pun melalui email saya, harumahmadzulkifli@gmail.com
Nama saya Merpati Darma, dari kota Depok di Indonesia, saya seorang Muslim yang taat, saya ingin menggunakan media ini untuk membagikan kesaksian sejati hidup saya dan sekali lagi mengingatkan semua orang di sini yang hanya ingin mengajukan pinjaman untuk menghubungi Ibu RIKA ANDERSON, permata langka dan ibu yang baik hati yang meminjamkan saya pinjaman tanpa jaminan ketika saya mengajukan pinjaman ke RIKA ANDERSON LOAN COMPANY, karena dia meminjamkan pinjaman saya sebesar Rp350 juta dan kehidupan saya dan seluruh keluarga saya telah berubah secara finansial.
Kesaksian: Merpati Darma
Alamat: Kota Depok di Indonesia
BRI- Rp350.000.000 juta
merpatidarma@gmail.com
LENDER: PERUSAHAAN PINJAMAN RIKA ANDERSON
Situs web: rikaandersonloancompany.webs.com
Email: rikaandersonloancompany@gmail.com
Panggilan Saluran Bantuan Layanan Pelanggan: +1 (518) 360-2491
Layanan Pelanggan Whatsapp: +15183602491
Saya sekarang memiliki bisnis sendiri di kota, melunasi hutang saya, keluarga saya bahagia dan anak-anak saya di sekolah yang baik, beberapa bulan yang lalu, saya mengalami kesulitan keuangan dan karena kebutuhan mendesak saya untuk mendapatkan pinjaman, saya tertipu oleh sebuah perusahaan pinjaman.
Saya kehilangan harapan sampai hari yang setia ini saya sedang memeriksa blog pinjaman dan saya menemukan kesaksian yang murah hati dari ibu Sharifah Isfahann melalui email sharifahisfahann54@gmail.com PERUSAHAAN PINJAMAN RIKA ANDERSON dan saya memutuskan untuk menghubungi ibu Rika Anderson melalui email untuk pinjaman dan setelah mengikuti kebijakan perusahaan saya juga menghubungi Farah Agungs di email farahagungs@gmail.com, pinjaman saya disetujui dan diproses dengan baik dan dalam waktu kurang dari 2 jam saya menerima Rp350 juta di rekening bank saya.
Jadi saya mendorong sesama orang Indonesia dan Asia yang membutuhkan pinjaman untuk menghubungi PERUSAHAAN PINJAMAN RIKA ANDERSON.